মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় মাদক, বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে মতলব দক্ষিণ থানার পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার মতলব সরকারি কলেজের ৭ নম্বর কক্ষে সভাটি হয়।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএমএস ইকবাল। তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে শিক্ষার্থীদের সচেতন করতেই এ আয়োজন। এতে শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপশি অন্যকেও এসব অপরাধ থেকে দূরে রাখতে ভূমিকা নিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মু. জাকির হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক জি এম হাবিব খান ও বাংলা বিভাগের শিক্ষক আইনুন্নাহার কাদরী প্রমুখ।
৩০ জুলাই, ২০১৯।