মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার উত্তর নলূয়া বাইপাস সড়কে অবস্থিত স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির উদ্যোগে গত শনিবার একাডেমির প্রাঙ্গণে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফুল জাহান শাওলীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. তানভীর হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির প্রধান উপদেষ্টা ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আলম খান, মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন একাডেমির উপদেষ্টা ও ইলশ্পোড়ের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মো. মাহ্ফুজ মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান, একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রাধেশ্যাম মন্ডল, পৌরসভার নারী কাউন্সিলর জোহরা খাতুন, অভিভাবক মো. জিল্লুর রহমান, সফিক মল্লিক, মাকসুদ মল্লিক, জানিবুল হক জনি, মাসুদুল ইসলাম সোহাগ, মিজান, হুমায়ুন কবির প্রধান, জাকির হোসেন প্রধান, মো. সেলিম, মো. মিজানসহ একাডেমির সব শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।