মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল মঙ্গলবার নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহ্মুদুল হাসান সুমন।
বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান মিথেন, মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও ইল্শেপাড় মতলব দক্ষিণ ব্যুরো মো. মাহ্ফুজ মল্লিক, স্বাস্থ্য কমপ্লেক্সেও সিনিয়র নার্স মোর্শেদা আক্তার, স্বাস্থ্য সহকারী মেহেরুন নেছা, মেজবাহ উদ্দিন। দিবসটির এবারের আলোচ্য বিষয় ছিল মর্যাদা ও অধিকার-স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গীকার।