মতলব মুক্ত দিবসের ইতিহাস এ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -এমএ ওয়াদুদ
মাহফুজ মল্লিক :
৪ ডিসেম্বর, মতলব মুক্ত দিবস। এ দিনে কিভাবে মতলব হানাদার মুক্ত হয়েছিল তার ইতিহাস সবারই জানা দরকার। মুক্তিযুদ্ধের এই ইতিহাস এ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গতকাল সোমবার মতলব হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তাঁরা দেশ ও জাতির অহংকার। মতলবের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে ১৯৭১ সালের এই দিনে দখলদার হানাদার পাকিস্থানী বাহিনীকে মতলবের মাটি থেকে বিতারিত করেই আজকের এই দিনে মতলবকে হানাদার মুক্ত করা হয়। সেদিন জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে একটি লাল-সবুজ পতাকা পেতাম না। তাই জাতির এই সর্বশ্রেষ্ঠ সন্তানদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। মতলবের মুক্তিযোদ্ধারা ৪ ডিসেম্বর মতলবে হানাদার মুক্ত করে বিজয় অর্জন করেছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। তাই বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে এনেছি, তেমনিভাবে আগামি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মতলব থানা শাখার আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. মহসিন পাঠান ও ইয়াকুব আলী। ৪ ডিসেম্বরের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আনিছুজ্জামান চৌধুরী, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার আঁখি, মুক্তিযোদ্ধা স্বদেশ মাস্টার, সফিকুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শহীদ উল্লাহ ছায়েদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা রুস্তম আলী তালুকদার ও গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ মজুমদার। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।
আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় বিজয় ভবনের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিজয় ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘দীপ্ত বাংলা’ পাদদেশে গিয়ে শেষ হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন- মতলব মুক্ত দিবস উদযাপন কমিটির পক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ থানা, মতলব পৌর আওয়ামী লীগ, মতলব প্রেসক্লাব, মতলব ডিগ্রি কলেজ, মতলব রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজ, মতলব দারুল উলুম ইসলামীয়া ফাজিল মাদ্রাসা, মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমি, লিটল স্কলার্স একাডেমি, মতলব কচি-কাঁচার মেলা, মতলব ক্যামব্রিয়ান স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মো. ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক রোটা. মোফাজ্জল হোসেন, মতলব পৌরসভার প্যানেল মেয়র রোটা. কিশোর কুমার ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কোষাধ্যক্ষ কাজল ভট্টাচার্য্য, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাদল নন্দী, উত্তম কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা হান্নান মিজিসহ মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
- Home
- প্রথম পাতা
- মতলব হানাদার মুক্ত দিবসের আলোচনা সভা