মন্ডপের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে চাঁদপুরে প্রকৌশলীর উপর হামলা

শওকত আলী
চাঁদপুরে অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে শরন সংঘ নামের মন্ডপের লোকজন বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মুকতাদিরের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুর ২টা ৪০ মিনিটে শহরের কদমতলা স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত উপ-সহকারী প্রকৌশলী আবদুল মুকতাদির চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান।
আহত উপ-সহকারী প্রকৌশলী আবদুল মুকতাদির জানান, আমার কারিগরি দল নিয়ে দুপুরে নতুন বাজারস্থ কদমতলা স্কুলের সামনে অবৈধভাবে লাইন বের করার চেকিং করতে গেলে আলাদা তার দিয়ে ৫ হাজার মরিচ বাতি এবং সাউন্ড সিস্টেমস এমপ্লিফায়ার বিউবো’র একটি লাইনের সাথে অবৈধভাবে মিটারবিহীন সংযোগ প্রদান করে শরন সংঘ নামের একটি মন্ডপ থেকে বিদ্যুৎ চুরি করছিলো। এ সময় উক্ত লাইন কাটতে গেলে সুমন কর্মকারের নেতৃত্বে ৭/৮ জন আমার উপর হামলা এবং মরধর করে।
এ বিষয়ে বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল জানান, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। এ বিষয়ে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।