মন্ত্রী পরিষদ সচিব সফিউল আলমের মায়ের মৃত্যু
চাঁদপুর জেলা প্রশাসনের শোক
স্টাফ রিপোর্টার
মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ সফিউল আলমের মা (শহীদ জাফর জননী) বেগম আলমাস খাতুন (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে……রাজেউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্টেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন সংগঠনের সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা অ্যাডমিনিস্টেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, বেগম আলমাস খাতুন বার্ধক্যজনিত কারণে গত ২৭ ডিসেম্বর রাত ৮টায় ইন্তেকাল করেন।