মমিন উল্যাহ পাটোয়ারী সহধর্মিণীর মৃত্যু

মৈশাদী ইউপি চেয়ারম্যানের শোক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের কৃতী সন্তান, বীর প্রতীক মমিন উল্যাহ পাটোয়ারীর সহধর্মিণী ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহী——রাজেউন)। বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারীর সহধর্মিণীর মৃত্যুতে মৈশাদী পাটওয়ারী বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাস্মদ মনিরুজ্জামান মানিক ও জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।