মরহুম কামরুজ্জামান চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মরহুম অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়ার ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান শফিকুজ্জামান। -ইল্শেপাড়

সাধারণ মানুষের সর্বশেষ আশ্রয়স্থল প্রেসক্লাব তথা মিডিয়া : দেওয়ান শফিক
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে উদ্বোধন হয়েছে চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান মো. শফিকুজ্জামান।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্নার ডেভলপারর্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, কোষাধ্যক্ষ এম এ লতিফ, ক্রীড়া সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াসিন আরাফাত।
প্রধান অতিথির বক্তব্য সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান মো. শফিকুজ্জামান বলেন, সাধারণ মানুষের সর্বশেষ আশ্রয়স্থল প্রেসক্লাব তথা মিডিয়া। চাঁদপুর প্রেসক্লাব সারাদেশের মধ্যে অনন্য এক প্রতিষ্ঠান। চাঁদপুরবাসীর স্বার্থে সাংবাদিকদের ঐক্য অটুট রাখতে হবে। চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম কামরুজ্জামান চৌধুরীর স্মৃতি রক্ষার্থে এই টুর্নামেন্ট আয়োজন করায় আমি চাঁদপুর প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই। কামরুজ্জামান চৌধুরীর মতো সাংবাদিক ও ক্রীড়া সংগঠক সব সময় সব জেলায় পাওয়া যায় না।
উল্লেখ্য, ব্যাডমিন্টনের প্রতিযোগিতায় একক ও দ্বৈতভাবে চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর ফটো র্জানালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেয়।