স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মরহুম মুক্তিযোদ্ধা এম সফিউল্লাহর মেয়ে সাজেদা সফি কাকনকে জেলা আওয়ামী লীগের সদস্য মনোনীত করা হয়েছে। এজন্য কাকন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ড. সামছুল হক ভূঁইয়া এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, একজন আওয়ামী পরিবারের সদস্য হিসেবে দলের প্রতি আমার সর্বোচ্চ ত্যাগ থাকবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
- Home
- প্রথম পাতা
- মরহুম সফিউল্লাহ এমপির মেয়ে সাজেদা সফি কাকন জেলা আ.লীগের সদস্য