মরার পরও আসামি খোরশেদ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরের গুলিশা গ্রামের স্ত্রী বেবী বেগমকে হত্যার পর স্বামী খোরশেদ আলম পাটওয়ারী নিজে আত্মহত্যা করেও অপরাধ থেকে রেহাই পাননি। মৃত্যুর পরও আইনী বিধি-বিধানের কারণে তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। গত রোববার দিনগত রাতে বেবী বেগমের বোনের ছেলে মনির হোসেন শেখ তার মৃত খালুকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয়দের বক্তব্য ও মামলার বিবরণ থেকে জানা যায়, বেবী ও খোরশেদ দম্পত্তির অভাব-অনটনই ছিলো হত্যা ও আত্মহত্যার মূল কারণ। কিন্তু খোরশেদ আলম নিজে স্ত্রীকে হত্যা করে আইনী জটিলতায় পড়বেন এমন চিন্তায় নিজে আত্মহত্যা করেও শেষ রক্ষা হয়নি। অবশেষে দেশের প্রচলিত আইনের কারণে মৃত্যুর পরে খোরশেদ আলম পাটওয়ারী হত্যা মামলার আসামি হলেন।

১৬ জুলাই, ২০১৯।