মসজিদে গোর-এ-গরিবা কমপ্লেক্সে ইফতার মাহফিল


এস এম সোহেল
চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে গোর-এ-গরিবা কমপ্লেক্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন কমপ্লেক্সের খতিব মাও. আব্দুর রশিদ তালুকদার।
মসজিদে গোর-এ-গরিবা কমপ্লেক্সের সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এনএসআই’র উপ-পরিচালক এবিএম ফারুক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. মো. সেলিম আকবর, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন, পৌরসভার কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল ড. মোহাম্মদ সাহাদাত হোসেন সিকদার, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, জেলা টেলিভিশনের সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আজাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।