মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলার উত্তর পিংড়া গ্রামে মসজিদ ভাঙচুর ও যাতায়াত পথ বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছেন। গত বৃহস্পতিবার বেলা ১১টায় উত্তর পিংড়া-বহুরী সড়কে এ মানববন্ধন পালন করা হয়। উত্তর পিংড়া দরগা জামে মসজিদের বারান্দা, সিড়ি, দরজা ও জানালা ভাঙচুর করে যাতায়াতের পথে বাঁশ ঝারসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মসজিদ কমিটির সাবেক সভাপতি আইনউদ্দিন মিজি ওরফে আইনউদ্দিন শাহার বিরুদ্ধে মানববন্ধন করেছেন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী।
জানা যায়, উত্তর পিংড়া দরগা জামে মসজিদ কমিটির সভাপতি আইন উদ্দিন মিজিকে অর্থ আত্বসাৎসহ নানা অভিযোগে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয় মসজিদ কমিটি। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ৪ মে সকালে মসজিদ কমিটির সাবেক এ সভাপতি মসজিদের বারান্দা, সিড়ি, দরজা ও জানালা ভাঙচুর করে যাতায়াতের পথে বাঁশঝারসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। মসজিদের মুসল্লি ও এলাকাবাসী প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হয়রানি মূলক মামলা করে। মিথ্যা মামলা হয়রানি এবং মসজিদের যাতায়ত পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মানববন্ধন পালন করে এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন উপাদী দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান মো. নোয়াব খান, ইউপি সদস্য বাচ্চু বকাউল, মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন মিজি, সেক্রেটারী সোহেল রাজাসহ সভাপতি ছিদ্দিক গাজী, মুসল্লি মানিক গাজী, মনির রাজা, খায়ের ফরাজী, দেলোয়ার গাজী, আব্দুল কবিরাজ প্রমুখ।