মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যানের মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে দলীয় নেতকর্মীদের সাথে পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় করেছেন সাবেক এনবিআরের চেয়ারম্যান ও সচিব এবং কচুয়া আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. গোলাম হোসেন। ‘সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে কচুয়ার রাজনীতির গুণগত উত্তরণই আমাদের লক্ষ্য’ এ স্লোগানকে ধারণ করে গতকাল বুধবার সন্ধ্যায় হাশিমপুর গ্রামস্থ তার বাড়িতে উপজেলার কড়ইয়া ও গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. গোলাম হোসেন বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। এ স্বাধীনতার অনুপ্রেরণা বুকে লালন ও মুক্তিযোদ্ধের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, আব্দুল বাতেন সরকার, সদর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনির প্রধান, সাচার ইউনিয়ন আ.লীগের সভাপতি মিজানুর রহমান সরদার, গোহট উত্তর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্রধানিয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল প্রধান, গোহট উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নেয়ামত উল্লাহ, পাথৈর ইউনিয়ন ছাত্রলীগের মো. সাইফ চৌধুরী রুবেল প্রমুখ।

এসময় স্থানীয় আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।