
ফরিদগঞ্জ ব্যুরো
দেশের অন্যতম বৃহৎ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ এর সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭৫নং চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার সকালে বিদ্যালয়ের নুতন গঠিত এসএমসির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে তিনি বিদ্যালয়ের দাতা সদস্য নির্বাচিত হন। এদিকে একই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক এমরান হোসেন মিলন ভূঁইয়া।
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সরকার বাড়ির শিক্ষাবিদ মরহুম মোস্তাক আহমেদ সরকারের বড় ছেলে মহিউদ্দিন সরকার দীর্ঘ প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করে আসছেন।