মাও. ফারুকী হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল আইয়ের কাফেলাসহ বিভিন্ন ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল ইসলাম ফারুকী (র.) এর ৫ম শাহাদাতবার্ষিকী পালন করেছে চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত। গতকাল মঙ্গলবার ছিলো মাও. ফারুকীর শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্ট স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার পর চাঁদপুর প্রেসক্লাবের সামনে সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৫ শতাধিক আলেম ওলামা, পীর মাশায়েখ ও সুন্নী জনতা এই মানববন্ধনে অংশ নেন।
বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য মাও. আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, চাঁদপুর জেলা সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মুফতি আব্দুর রব আলকাদেরী, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন সাকি। পরে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের হয়। বক্তারা অবিলম্বে মাও. ফারুকীর খুনিদের গ্রেফতার করে বিচার কার্য শুরু করতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
২৮ আগষ্ট ২০১৯
