মাজহারুল হক চক্ষু হাসপাতালের উদ্যোগে ডায়াবেটিস দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি
‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৮। গত ১৪ নভেম্বর চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে দিবসটি পালন করেছে। এই উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখের নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. রাশেদুর রহমান তালুকদার, জুনিয়র কনসালটেন্ট ডা. আবু মো. মেহেদুল আলম তালুকদার, ডা. সামিউল হক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধবৃন্দ।
পরবর্তীতে হাসপাতালের বর্হিঃবিভাগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন হাসপাতালে চক্ষু চিকিৎসা নিতে আসা আগত চক্ষু রোগী ও তাদের অভিভাবকবৃন্দ।
আলোচকরা ডায়াবেটিস রোগের প্রতিরোধ ও প্রতিকার এবং ডায়াবেটিসের কারণে চোখের কী ধরনের সমস্যা হয়, সেসব বিষয়ে রোগীদের অবহিত করেন।