মাতৃপীঠ সরকারি বালিকা উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে, তোমাদেরও এগিয়ে যেতে হবে
…………………….আবু নঈম পাটওয়ারী দুলাল

এস এম সোহেল
চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ের ছাত্রীরা অত্যন্ত ভদ্র, ন¤্র ও দক্ষ। তোমদের উপর এ বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা রক্ষার দায়িত্ব। আর সেজন্য তোমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত ও আলোকিত হয়ে মাদকমুক্ত, বাল্যবিবাহ মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, আমাদের এক সময় দূরে গিয়ে লাইব্রেরী থেকে বই কিনে পড়তে হতো। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বছরের প্রথমে বিনামূল্যে নতুন বই বিদ্যালয় থেকে দিয়ে দেয়া হয়। আজ সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে, তাই তোমরাও সেভাবে গড়ে ওঠো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে ও শিক্ষক মো. মাসুদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. শফিউদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, সহকারী প্রধান শিক্ষিকা আলেয়া ফেরদৌসী।
বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী তাহসিন আক্তার অর্মি, মাশাবি নূর, মানুসুরা আক্তার, অধ্যায়নরত শিক্ষার্থী তাসনিয়া হোসেন দ্রুতি ও জান্নাতুল মাওয়া। মানপত্র পাঠ করে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া ও অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির আমেনা আফরোজ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলী রাজার জামে মসজিদের খতিব হাফেজ মাও. মো. ইসমাঈল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ইস্কান্দার মির্জা, আসমা আক্তার, আব্দুল আউয়াল, ফজলুল হক, চাঁদ সুলতানা, নীহার কান্তি চক্রবর্তী, তনুশ্রী ভৌমিক প্রমুখ।