বিদ্যালয় থেকে জীবনের আনন্দ-উল্লাসের বীজ রোপণ করা হয়
—————–জেলা প্রশাসক মো. মাজেদু রহমান খান
এস এম সোহেল
চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয়, ক্রীড়া, বিদ্যালয়ের পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাজেদু রহমান খান ও পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, পৃথিবীর সবচাইতে আনন্দের জায়গা হচ্ছে বিদ্যালয়। এখানে থাকবে কোলাহল ও উৎসাহ। এখানেই জীবনের আনন্দ-উল্লাসের বীজ রোপণ করা হয়। বিদ্যালয়ের প্রত্যেক সোনামনিদের মনে আশার আলো রয়েছে। আর তাদের মনের সেই আলো জলজল স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে। তোমরা এখান থেকে বের হয়ে সারা পৃথিবীকে আলোকিত করবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এদেশটাকে জাতির স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কাজেই যারা আগামি দিনে এদেশের কর্ণধার হবে তাদের তো এখন থেকেই নিজেদের সেভাবে প্রস্তুত করতে হবে। চাঁদপুরের শিক্ষার্থীরা তো অবশ্যই শিক্ষাখাতে ভালো ফলাফল অর্জন করতে হবে। কারণ এটি শিক্ষামন্ত্রীর এলাকা। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সমান দক্ষতা অর্জন করতে হবে। আমরা শিক্ষামন্ত্রীর জেলায় অবস্থান করছি, তাই আমরা গর্বিত। দুর্নীতিমুক্ত ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ। ক্রীড়ানুষ্ঠান সারা বছরের কর্মযজ্ঞ সারাবছর সকলে আনন্দে থাকুক- এই আমার প্রত্যাশা।
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঠিকভাবে কাজ করে কিনা, সঠিক সময়ে উপস্থিত হয় কিনা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরুন। আমরা যে যেই জায়গায় আছি সেখান থেকে আমাদের সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। চাঁদপুরে প্রতিটি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম বলেন, চাঁদপুরে দুটি ভালো স্কুলের একটি মাতৃপীঠ স্কুল। তোমরা জেলার সবচাইতে মেধাবী বলে আমি বিশ্বাস করি। তোমাদের প্রজন্ম স্বপ্ন দেখছে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে। বাল্য বিবাহ প্রতিরোধে তোমরা অগ্রণী ভূমিকা রাখতে পারো। তোমাদের চলার পথে কোন ইভটিজিংয়ের মধ্য পর তাহলে আমাদের জানাবে, আমরা কঠোর ব্যবস্থা নিব। লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে গড়ে ওঠো।
মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর।
বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান, কামরুল হাসান গাজী ও রফিকুল ইসলামের যৌথ পরিচালায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী হেলেনা পারভীন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল রহমান ও গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী উর্বি সাহা। শপথ পাঠ করান দশম শ্রেণির ছাত্রী রাইসা।
অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।