মাতৃ ও নবজাতকের মৃত্যুর হার শূন্যে নিয়ে আসার কাজ করছে সরকার

 

 

মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

সজীব খান
চাঁদপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক স্থানীয় সরকারের ভূমিকা এডভোকেসী শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএসএআইডির পক্ষ থেকে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা অপরিসীম। বর্তমান সরকার মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার জন্য কাজ করছেন। এছাড়া কিছু এনজিও সংস্থাও এই উদ্দেশ্যে বেশ সুনামের সাথে দেশের প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছেন। দেশের মাতৃমৃত্যুর হ্রাস ও নিরাপদ প্রসবের জন্য সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে। সিজারিয়ানের নামে অহেতুক গর্ভবতী মায়েদের সাথে প্রতারণা করছে অর্থলোভী একটি কুচক্রী মহল।
তিনি আরো বলেন, মায়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও নিরাপদ নবজাতক প্রসব সম্পর্কে স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে মাসিক মিটিং করতে হবে। প্রয়োজনে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সচেনতামূলক সভা ও মায়েদের সাথে নিয়ে গর্ভকালীন বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং করতে হবে।
তিনি বলেন, জাতির জনকের সোনার বাংলা বির্নিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই আগামি প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ পাবে। পরে মা ও নবজাতকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও চেয়ারম্যানদের বিভিন্ন ইতিবাচক কর্মকা- ও স্থানীয় পর্যায়ে তাদের করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াস, মামনি এমএনসিএসপি সেভ দ্যা চিলড্রেনের স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা ডা. যতীন কুমার ভৌমিক, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, সিভিল সার্জন অফিসের কো-অর্ডিনেটর ডা. মো. গোলাম কাউছার, মামনি প্রকল্প ও সেভ দ্যা চিলড্রেন নোয়াখালীর ডেপুটি ডিরেক্টর মো. সালাহ উদ্দিন, সেভ দ্যা চিলড্রেন চাঁদপুর জেলার ম্যানাজার ডা. আবু হাসনাত মো. রেজানুর সাকিল, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবরা।

২৮ আগষ্ট ২০১৯