শাহরাস্তির ২ শিক্ষা প্রতিষ্ঠানে
শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের মৌলভী আক্রাম আলী উচ্চ বিদ্যালয় ও আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা মাদ্রাসায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রতিরোধে সচেতনতামূলক সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা মাদ্রাসা মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহআলম।
তিনি তার বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিষয়ে কোন আপোশ নেই। প্রয়োজনে আমার চাকরি চলে যেতে পারে। শাহরাস্তিতে হয় আমি থাকবো, না হয় মাদক ব্যবসায়ীরা থাকবে। কোন বখাটে ইভটিজিং করতে আসলে তাকে কঠিনভাবে অপমানের সাথে প্রতিহত করবে, যেন সে কোনদিন তোমার সামনে না আসে। কেউ ১৮ বছরের আগে বিয়ের বিষয়ে প্রস্তাব করলে প্রতিরোধ প্রতিবাদের সাথে প্রশাসনকে জানাবে। যেন তাদের মোবাইল কোর্টের মাধ্যমে কঠিন শাস্তি দেয়া যায়।
মাদ্রাসার সুপার মাও. মহিউদ্দিন মুন্সীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মো. ইয়াকুব আলীর পরিচালনায় অনষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী আক্রাম আলী উবির প্রধান শিক্ষক আবুল হাসেম মির্জা, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, ইউপি সদস্য আবুল ফয়েজ মজুমদার, ডা. জহিরুল ইসলাম খোকন, ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ন কবির, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন, সহ-সভাপতি স্বপন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহআলম এ থানায় যোগদানের পর থেকেই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে উপজেলার সব মসজিদে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রদান ও উপজেলার সীমান্তবর্তী স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব প্রতিষ্ঠানে সচেতনতা সভা চালিয়ে আসছেন।