স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে আন্তঃজেলা মাদক বিরোধী, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্টের ৩নং ওয়ার্ড বিজয়ী হয়েছে। গত ৩১ অক্টোবর বিকাল ৩টায় হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং ও ৪নং ওয়ার্ডের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪নং ওয়ার্ড ট্রাইবেকারে হারিয়ে বিজয়ী হয় ৩নং ওয়ার্ড।
খেলার আগে খেলোয়াড়দের উদ্দেশে ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্ল্যাহ অলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, পুলিশ পরিদর্শক (সিপিআই) হারুন অর রশিদ, ইউপি মেম্বার মো. হাকিম গাজী, কালাম বেপারী, মো. বজলুল গনি জিলন, মোশারফ হোসেন, মো. সেলিম বেপারী, মো. দেলোয়ার হোসেন, মো. বারেক খান, আবুল হোসেন খান, ফারুক সরকার প্রমুখ। খেলায় দর্শক ও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।