মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটে ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রস্তাবনা


ফরিদগঞ্জ ব্যুরো
মাদক ক্রমশ সমাজকে গিলে খাচ্ছে। আইন-শৃংখলা বাহিনী প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আটক করে চললেও এর ব্যাপ্তি থামছে না। তাই একে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সেই আলোকে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা ও মাসিক সমন্বয় সভা ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এই বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
তাদের প্রস্তাবনায় বলা হয়, আইন-শৃংখলা বাহিনী ও জনপ্রতিনিধিরা জানেন এলাকায় কারা কারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন। প্রয়োজনে আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতা নিয়ে একটি তালিকা প্রস্তুত করা হোক। ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সতর্কবার্তা হিসেবে নিদিষ্ট সময় দিয়ে পেশা ছেড়ে দিয়ে ভালো হওয়ার সুযোগ দেয়া হোক। পরবর্তীতে যারা এ নিদের্শ মানবে না সর্বস্তরের মানুষ ও আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতা নিয়ে তাদের নাম সম্বলিত একটি ব্যানার করে প্রতিটি ইউনিয়ন দৃশ্যমান স্থানে সাঁটানো হোক।
এদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানানো হোক, জনগণের কাছে। ফলে সাধারণ মানুষের মধ্যে মাদক বিরোধী একটি চেতনা গড়ে উঠবে। মাদক ব্যবসায়ীরা বাধ্য হবে তাদের এই পেশা ছেড়ে দিয়ে সুস্থ পথে জীবনধারণ করতে।
এই প্রস্তাবনার জবাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব নয়। এক্ষেত্রে সর্ষের মধ্যে ভূত থাকলে, তা আগে তাড়াতে হবে।

২৪ আগস্ট, ২০১৯।