মাদক ব্যবসায়ী ফয়সাল খান আটক


বাগাদীর পশ্চিম নানুপুরে চাঁদপুর মডেল থানার অভিযান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নকে মাদকমুক্ত করতে অভিযান শুরু করেছে মডেল থানা পুলিশ। আর এ অভিযান বাগাদী থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত চলবে বলে পুলিশ জানায়। পুলিশের তালিকার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিনের নেতৃত্বে বাগাদী ইউনিয়নের পশ্চিম নানুপুর এলাকায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল খান (২৭) কে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে মডেল থানায় নিয়ে আসা হয়। আটক ফয়সাল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
ফয়সাল খান দীর্ঘদিন ধরে নানুপুরসহ বিভিন্ন এলাকায় ইয়াবার ডিলার মুসার সহযোগী হিসেবে মাদক পাচার ও বিক্রি করে আসছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা মুসা, আকবর, মেহেদী, জহিরসহ ঐ এলাকার আরো অনেক মাদক ব্যবসায়ী তার পরিবারের লোকজন নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ছোট মাইকযোগে মাদক বিক্রেতা মুসা, আকবর, মেহেদী, জহিরসহ ঐ এলাকার অন্যান্য মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেয়ার জন্য ঘোষণা দেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন।
অভিযানে আরো অংশ নেন- চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুর রবসহ পুলিশ সদস্যরা।
স্থানীয়রা এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, এভাবে অভিযান পরিচালনা করলে আমরা বিশ্বাস করি মাদকাসক্তরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন জানান, বাগাদী ইউনিয়নের পশ্চিম নানুপুর এলাকায় মুসা, আকবর, মেহেদী, জহিরসহ বেশ কিছু মাদক ব্যবসায়ী রয়েছে। বৃহস্পতিবার ঐ মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান দেওয়া হয়। অভিযানে ঐ এলাকার মৌলভী বাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল খানকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে মডেল থানায় নিয়ে আসা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা মুসা, আকবর, মেহেদী, জহিরসহ ঐ এলাকার আরো অনেক মাদক ব্যবসায়ী তার পরিবারের লোকজন নিয়ে পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।