মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজের বিরুদ্ধে সহায়ক শক্তি স্কাউটস: নুরুল আমিন রুহুল এমপি

মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, সমাজ পরিবর্তন করতে স্কাউটরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়ক ভূমিকা রাখবে স্কাউটস সদস্যরা। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় থেকে যারা এসব অপরাধ কর্মকা- করে মতলব সুন্দর পরিবেশকে বিনষ্ট করে যুব সমাজকে বিপদগামী করেছিল তাদের বিরুদ্ধে যে যার অবস্থান থেকে রুখে দাঁড়াবেন। আপনাদের পাশে আমি আছি এবং থাকবো।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে উচ্চ শিক্ষা লাভের জন্য একটি লক্ষ্য থাকতে হবে, তাইলেই আপনাদের সন্তান একদিন উচ্চ শিখরে পৌঁছতে পারবে। মতলবে অচিরেই স্কাউট ভবন নির্মাণ করা হবে। গত শুক্রবার রাত ৮টায় মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলা প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী ২০১৯ মহা তাবু জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপলো কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক আহম্মেদ বাদলের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল কমীম, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, স্কাউট সদস্য এস এম সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কাউটের সম্পাদক বিউটি আক্তার।