
মানবসেবাই যেন হয় মানবিকতায় চাঁদপুরের মূল কাজ
———-জাহেদ পারভেজ চৌধুরী
স্টাফ রিপোর্টার
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেছেন, মানবসেবাই যেন হয় মানবিকতায় চাঁদপুর সংগঠনটির মূল কাজ। তাহলেই এই সংগঠনটি তার কাজের মাধ্যমে সমাজে বেঁচে থাকতে পারবে। গতকাল শুক্রবার পুরাণবাজারে সামাজিক সংগঠন মানবিকতায় চাঁদপুর কর্তৃক এতিম ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হজে যেতে হলে অনেক এজেন্সির মাধ্যমে মানুষ বিভিন্ন সময় প্রতারিত হয়। কিন্তু অনেকেই প্রতারিত হলেও থানায় কোন মামলা করে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ এরূপ প্রতারিত হলে থানায় মামলা করুন। কারণ মামলা করতে কোন টাকা লাগে না। এ সময় তিনি সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। এই সংগঠন অল্প সময়ে ভালো ভালো কাজ করছে। তাদের যে কোন ভালো কাজের প্রয়োজনে আমি তাদের পাশে আছি। প্রবাসীরা এ সংগঠনের অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে, তাদের ধন্যবাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আলী মাঝি।
মানবিকতায় চাঁদপুর সংগঠনের যুগ্ম-আহ্বায়ক তপতি করের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাওন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মজিদ খান, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোবারক গাজী, ব্যবসায়ী আমিনুল ইসলাম মমিন, মানবিকতায় চাঁদপুর সংগঠনের সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবিকতায় চাঁদপুর সংগঠনের সদস্য আজিজুল হাকিম মামুন, ইব্রাহিম গাজী, মজনু মিয়া, এম এম কামাল, রমজান মিজি, হাসান বেপারী, মো. সুমন খান, রাজেশ রায়, তারেক মিজিসহ বিভিন্ন এতিম ও মাদ্রাসার ছাত্ররা।
অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর হাতে মানবিকতায় চাঁদপুর সংগঠন কর্তৃক পবিত্র কোরআন শরীফ উপহার হিসেবে তুলে দেয়া হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম মাও. ইলিয়াছ ফরিদী।