স্টাফ রিপোর্টার
কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, মান-অভিমান, দুঃখ-কষ্ট, ব্যাথা-বেদনা ভুলে নৌকার বিজয় নিশ্চিতকরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ শেখ হাসিনা বাঁচলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বাঁচবে, দেশের উন্নয়ন অগ্রগতি হবে। আমাদের এলাকায় ব্রিজ-কালভার্ট, রাস্তা-ঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। আওয়ামী লীগ সরকারের কারণে সব’ই হয়েছে। কাঁচা-রাস্তায় পথ চলতে গিয়ে মানুষ কাঁদা-পানিতে চরম দুর্ভোগ পোহাতেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে আজকে এলাকার মানুষ পাকা রাস্তায় হাঁটছেন। শেখ হাসিনা সবার বাড়ির রাস্তা পর্যন্ত পাকা করে দিয়েছেন।
তিনি আরো বলেন, চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার প্রতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সু-দৃষ্টি রয়েছে। চাঁদপুরের উন্নয়নে বঙ্গকন্যা যা করেছেন তা ছিলো কল্পানাতীত। তাই এ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের কোন জায়গায় উন্নয়ন কাজ বাকি থাকবে না। তাই আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রগতির চলমান এই ধারাকে এগিয়ে নিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে এই দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
সুজিত রায় নন্দী গতকাল রোববার বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আশ্বাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিল্টন মজুমদার, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা খানম, সাংগঠনিক সম্পাদক মনি আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, সদস্য আলমগীর মেম্বার, সুজন সরকার, সুমন গাজি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, সদস্য মো. আলমগীর হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজি প্রমুখ।
সভায় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- Home
- প্রথম পাতা
- মান-অভিমান, দুঃখ-কষ্ট ভুলে সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে