মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নেদামদী আল নূর হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিয়ের উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক’ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী আলহাজ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং লায়ন সাইফুল ইসলাম সেকুলের পরিচালনায় ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন মাও. মুফতি মুজিবুর রহমান হক্কানী ও মাও. হাফেজ সালাউদ্দিন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, স্বপন কবিরাজ, বোরহান উদ্দিন ডালিম, অ্যাড. সেলিম মিয়া, আবুল কাশেমসহ নেতৃবৃন্দ।

