মিঠুন ফ্রেন্ডস্ এসোসিয়েশনের সম্মাননা বই উপহার

আমি অভিনেতা ও মানুষ মিঠুন চক্রবর্তীর খুবই ভক্ত
……. মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল
প্রেস বিজ্ঞপ্তি
‘ভালোবাসাই শক্তির উৎস’ এ স্লোগান নিয়ে আন্তর্জাতিক সেবা সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন মিঠুন ফ্রেন্ডস এসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান জুয়েলকে সম্মাননা ক্রেস্ট ও সাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াস রচিত ‘চিলেকোঠার সেপাই’ বই উপহার দেয়া হয়।
এ সময় সংগঠনের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, আমি অভিনেতা ও মানুষ মিঠুন চক্রবর্তীর খুব ভক্ত। তাঁর নামে আমার চাঁদপুরে সংগঠন রয়েছে জেনে সত্যিই আনন্দিত বোধ করছি। তিনি সংগঠনের সবাইকে অভিনন্দন জানান।
মিঠুন ফ্রেন্ডস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সংবাদকর্মী পলাশ কুমার দে, চাঁদপুর সদর প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, হাওয়াইন গিটার পরিষদের সভাপতি বিশিষ্ট গিটার শিল্পী দীলিপ কুমার ঘোষ, চিত্রশিল্পী ও সংগঠক মনির হোসেন মান্না, সংগঠনের সদস্য মো. আলমগীর ঢালী, মো. কাকন খান, সঞ্জীব চন্দ্র দে প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুম্বাই সিনেমার শক্তিমান বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর অনুমতিতে ১৯৯৭ সালে চাঁদপুরে মিঠুন ফ্রেন্ডস্ এসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়। যা বর্তমানে ২৪ বছরে পদার্পণ করছে। এর মাধ্যমে সেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।