স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ গৃদকালন্দিয়ায় প্রবাসীর স্ত্রী মিশু হত্যাকারীর বিচারের দাবিতে চাঁদপুরে ছাত্রসমাজসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে খুনি সুজনের ফাঁসির দাবি জানানো হয়।
গতকাল বুধবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনে মাসুদুল আলম রনি, তানজিল রেজা রনি, শাহ আলম মোল্লা, ইসমাইল পাটওয়ারী, জিয়াউর রহমান সোহাগ, সোহেল রানা, সোহেল গাজী, শাহাদাত বকাউল, আল আমিন মুন্সি, শাহী, অন্তু পাটওয়ারী, জাহিদ হোসেনসহ ছাত্র সমাজ ও এলাকাবাসী অংশ নেয়।
উল্লেখ্য, ফরিদগঞ্জে বিয়ে ও কুপ্রস্তাবে প্রস্তাবে রাজি না হওয়ায় ৩০ জুলাই রাতে সুজন নামে এক বখাটে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মিশুকে। পুলিশ খুনি মিশুকে আটক করে আদালতে পাঠায়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে হত্যকারী সুজন। সুজন আদালতকে জানিয়েছে কিভাবে ও কেনো তিনি মিশুকে কুপিয়ে হত্যা করেছেন। জবানবন্দী শেষে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
০৮ আগস্ট, ২০১৯।