
মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রজ বল্লব দাশ। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার :
স্মৃতিচারণ উপ-কমিটির সদস্য সচিব ব্রজ বল্লব দাশ বলেছেন, বঙ্গবন্ধু উপাদি কারো দয়ায় হয়নি, বাঙালিরাই এ উপাধি দিয়েছে। তৎকালীন সময়ে আইয়ুব খান প্রস্তাব দিয়েছিলেন শেখ মুজিব তোমাকে আমেরিকায় সোনা দিয়ে বাড়ি করে দেবো, তুমি আন্দোলন-সংগ্রাম ছেড়ে দাও। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, আমি এই বাংলার সাড়ে ৭ কোটি জনগণের নেতা, আমি মুসলমান, মনে রাখবেন মুসলমান ১ বার মরে বার বার নয়। আমাকে এবং বাংলার এই সাড়ে ৭ কোটি মানুষকে এই সংগ্রাম থেকে আপনি কখনই দাবিয়ে রাখতে পারবেন না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শ্লোগান শিখিয়েছিলেন তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ-বাংলাদেশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের ৫ম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধা মো. সানাউল্লাহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গল্লাক ডিগ্রি কলেজ অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সী। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার আবুল হাসেম, সহকারী কমান্ডার সোয়েব আলী, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা রহমান মিলি।