স্টাফ রিপোর্টার :
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১৩তম দিনে বিতর্ক ও ২টি সংগঠনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় ‘মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারে দারিদ্রমুক্ত বাংলাদেশের চেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ জরুরি’ এই বিষয়ে বিতর্কে চাঁদপুর সরকারি কলেজ বিপক্ষে এবং ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ পক্ষে অবস্থান নেয়।
সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। চাঁসক দলের দলনেতা মো. আব্দুল আল নোমানের নেতৃত্বে সুব্রত দেবনাথ ও ফাতেমা আক্তার লাবনী অংশ নেন। পক্ষে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের দলনেতা আমেনা আক্তার পলির নেতৃত্বে রিমা আক্তার পপি ও হাবিবা আক্তার লিজা অংশ নেয়। বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয়া বিতার্কিকদের হাতে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার ভাইস চেয়ারম্যান কাজী শাহাদাত।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান এবং মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ। বিকাল সাড়ে ৫টায় স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক একে আজাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেন সংগঠনের অধ্যক্ষ এবং কণ্ঠশিল্পী মনোজ আচার্জী। এ সময় দলীয় সংগীতে অংশ নেয় মৌমিতা, মধুরিমা, স্নেহা, তিথী, পূজা, নিঝুম, অর্পিতা, প্রথমা, সুস্মিতাসহ অন্যান্যরা। তবল বাজনে অংশ নেয় পরিমল ও দীপু।
রাত ৮ টায় সুরধ্বনী সংগীত একাডেমী মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে। সংগীত পরিবেশনের আগে সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াহিয়া কিরনকে সংগঠনের পক্ষে বিজয় মেলা কমিটি কর্তৃক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মঞ্চে মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন জীবন।
মঞ্চে উপস্থিত ছিলেন বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠনের জেলা সভাপতি অজিত সাহা, সহ-সভাপতি কৃষ্ণা সাহা, মুক্তিযোদ্ধা ব্রজভল্লব দাস, বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য হাফেজ আহমেদ প্রমুখ। সর্বশেষ রাত ৯টায় বাবুরহাটের অরূপ নাট্যগোষ্ঠীর পরিবেশনে ‘মাদক মরণ নেশা’ নাটকটি মঞ্চস্থ হয়।
- Home
- প্রথম পাতা
- মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১৩তম দিনে বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান