স্টাফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১৭তম দিনে প্রীতি বিতর্কসহ ৩টি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল রোববার বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় বিকেলে মুক্তির মঞ্চে যুক্তির চেতনা উপ-পরিষদের ব্যবস্থাপনায় প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রীতি বিতর্কের বিষয়বস্তু ছিলো ‘মুক্তিযুদ্ধের লিখিত ইতিহাসের চেয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনেক আবেদনময়’। প্রীতি বিতর্কের পক্ষদল ছিলো মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ছিলো হাজীগঞ্জ রাজারগাঁও উচ্চ বিদ্যালয়।
পক্ষদলের বিতার্কিকরা হলো- দলনেতা লামিয়া হাবিব, তাহসিন আক্তার ও জান্নাতুল মাওয়া মিথিলা। বিপক্ষদলের বিতার্কিকরা হলো- দলনেতা সানজিদা মজুমদার মাহি, মারিয়া ইসলাম ও অর্না রায় মেঘলা। সভাপ্রধান ছিলেন বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ। পরে প্রধান অতিথি হিসেবে বিতার্কিকদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন বিজয় মেলার ভাইস চেয়ারম্যান কাজী শাহাদাত।
সন্ধ্যায় কচুয়া রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সংগঠনের সভাপতি ফরহার চৌধুরীর সার্বিক ব্যবস্থানায় ও সাংবাদিক রাকিবুল হাসানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন- মোহন, শাকিল, আকরাম, ইমন, আকবর হোসেন মিন্টু, ইসরাত, হ্যাপি, মিতু, ফারিয়া, সুকরঞ্জন, বিদ্যুৎ, বিজয়, রাসেল, মারুফ, রাশেদ, ফরহাদ, আল আমিন, ইউনুছ, নূর হোসেনসহ আরো অনেকে।
সবশেষে নতুনকুড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের সার্বিক ব্যবস্থানায় ও পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন- অভিজিত আচার্যী, রিচি, সামিয়া, শান্তনু, বৈশাখী, সূচনা, রুজি, তানিয়া, মীম, জুয়েল, আল আমিন, শপিন খান, মুক্তা আক্তার, তানভির হাসান, জিসান হাসান, সাথী, বীরেন সাহাসহ আরো অনেকে।
- Home
- প্রথম পাতা
- মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১৭তম দিনে বিতর্কসহ ৩ সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান