স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা মো. জুলফিকার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মো. শামছুল আলম চিশতী (কালাম চিশতী)। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মো. জুলফিকার আলীর মুক্তিবার্তা লাল বই নং-০২০৫০১০১২৪ ও গেজেট নং-২৯৪ সদনপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা গতকাল মঙ্গলবার দুপুর ২টায় মহামায়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।