মুক্তিযোদ্ধা নিরোধ বরণ অধিকারীর পরলোকগমন


স্টাফ রিপোর্টার
জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও বাবুরহাট স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মুক্তিযোদ্ধা নিরোধ বরণ অধিকারী পরলোকগমন করেছেন। চাঁদপুর সদর উপজেলার বাহের খলিশাডুলিস্থ বাড়িতে গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর।
মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা নিরোধ বরণ অধিকারী তার দেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে দান করে গিয়েছিলেন। বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান শেষে নিরোধ বরন অধিকারীর দেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গার্ড অব অনারে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ তাঁকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

২৫ সেপ্টেম্বর, ২০১৯।