মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার দে চাকির রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া

মানিক দাস
জেলা মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার দে চাকির রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে চাঁদপুর মহাশশ্মানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের হাজীগঞ্জ মহসিন রোডস্থ গাঙ্গুলি পাড়া নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি নিঃসন্তান ছিলেন।
গতকাল রোববার সকাল ১০টায় রণজিৎ কুমার দে চাকির মরদেহ চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে প্রশাসনিকভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী।
এ সময় প্রয়াত রণজিৎ চাকির স্মরণে বক্তারা বলেন, ২০১০ সালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে রণজিৎ কুমার দে চাকির অংশগ্রহণ করেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি ডেপুটি কমান্ডার হিসেবে নির্বাচিত হন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে আসলে তিনি সমাধান করার চেষ্টা করেন। মহান মুক্তিযুদ্ধে রণজিৎ কুমার দে চাকির স্বর্গীয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি স্বাধীকার আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য চাঁদপুর পৌরসভা ও মুক্তিযোদ্ধারা এগিয়ে এসেছিলেন। তিনি ছিলেণ সদালাপী একজন বীর। বীরদের কোন মৃত্যু নেই। তিনি একজন দেশপ্রেমিক নির্লোভ ব্যক্তি ছিলেন।
বক্তারা আরও বলেন, রণজিৎ চাকীর মৃত্যুতে আমরা মর্মাহত ও ব্যতীত। তিনি মহান মুক্তিযুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধার ভূমিকায় জীবন বাজি রেখেছিলেন। পৃথিবীতে যত মহৎ কাজ আছে তা হলো দেশ মাতৃকার জন্য যুদ্ধ করা। রণজিৎ চাকি সেই একজন ব্যক্তি। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা অমিত চক্রবর্তী, জেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, ইয়াকুব মাস্টার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু, চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আহসান আখন্দ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রণজিৎ রায় চৌধুরী, প্রফেসর রণজিৎ কুমার বনিক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার প্রমুখ।
পরে উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, গোপাল জিউর আখড়া, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড, মাতৃ পূজারী সংঘ, রণজিৎ কুমার দে চাকিকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ সর্দার, হাবিবুর রহমান, অজিত সাহা, পরেশ মালাকার, অ্যাড. ফজলুল হক সরকার, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রব, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ আরো অনেকে।