স্টাফ রিপোর্টার
জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গত রোববার (১৯ জানুয়ারি) নিজস্ব ভবনের সেমিনার কক্ষে সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংস্কার কাউন্সিল পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্য জেলার এবং বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সাবেক জেলা কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক অধিনায়ক মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব এবং নৌ কমান্ডো মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বীর প্রতীক কর্তৃক জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংস্কার কাউন্সিল পরিচালনা কমিটি গঠনকল্পে ব্যাপক আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা উপজেলা ইউনিয়ন কমিটি সংস্কার পরিচালনা কমিটির সিদ্ধান্ত গঠনের রূপরেখা তৈরী করা হয়। কমিটির এই রূপরেখায় জেলা, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটির প্রধান নির্বাহী, নির্বাহী পরিচালক এবং মুক্তিযোদ্ধার সন্তান প্রতিনিধি নির্বাচন করার প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবমতে ২০০২ সাল হতে বর্তমান পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের উন্নয়ন, অফিসের আসবাবপত্র আয়-ব্যয়ের ব্যাংক হিসাব এবং নিজ গৃহীতা প্রতিষ্ঠানের তালিকা অডিট করানোর বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক চাঁদপুরকে অনুরোধ করা হয়।
এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিশি বিল্ডিং জেলা পরিষদ কর্তৃক মুক্তিযোদ্ধা বাণিজ্যিক ভবনের চূড়ান্তকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব গৃহীত হয়।
১৯৭২ সালের সংবিধানে মহান মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ঠিক রেখে সংবিধান সমুন্নত রাখার প্রস্তাব গৃহীত হয়। প্রতিটি মুক্তিযোদ্ধা অফিসে লাইব্রেরি গঠন, প্রত্যেক সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বরাদ্দকৃত পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে সভার শুরুতে সংস্কারের একটি লিখিত প্রস্তাব উপস্থাপনা করেন সভার প্রধান আলোচক মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব। সংস্কার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন এবং হিরো অবস্থান থেকে সংস্কার বাস্তবায়নের জন্য আহ্বান জানান। আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা ড. কাজী হাসেম, শাহাদাত হোসেন সাবু পাটওয়ারি, সিরাজ বরকন্দাজ, মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ মজিবুর রহমান, সানাউল্লাহ খান প্রমুখ।
সভা শেষে মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিনের সাথে মতবিনিময় করেন।
২১ জানুয়ারি, ২০২৫।