মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ গত বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুুরুল আমিন রুহুল নবীন ছাত্র-ছাত্রীদের রজনীগন্ধা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
মুন্সিরহাট কলেজ গভর্নিং বডির সভাপতি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুুরুল আমিন রুহুল। বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নবীন এবং প্রবীণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান।
তিনি আরো বলেন, মঞ্চে আমরা যারাই বসে আছি এবং তোমাদের বরণ করে নিচ্ছি, আমরাও একদিন তোমাদের মত নবীন ছিলাম এবং আমাদেরও বরণ করে নিয়েছিল অতিথিরা। তোমরা ১০টি বছর পেরিয়ে আজ কলেজে পদার্পণ করেছো। তোমাদের এখন থেকেই ভবিষ্যৎ স্বপ্নের কথা চিন্তা করে পড়ালেখা করতে হবে। বাবা-মায়ের কষ্টে অর্জিত টাকা খরচ করে তোমাদের সু-শিক্ষা অর্জনের জন্য বিদ্যাপীঠে পাঠান। তাই তোমরা বাবা-মায়ের মুখে হাসি ফুটানোর জন্য মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। তোমরাই একদিন দেশের কর্ণধার হবে। বর্তমান সরকার নিরক্ষরতা দূরীকরণের জন্য বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান এবং বিনা পয়সায় পড়ালেখা করার সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা, মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা খান, আবু বকর ছিদ্দিক, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম হাজরা, পৌর আওয়ামী লীগ নেতা শুক্কুর মাস্টার, ইউসুফ বকাউল, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা আনফাল সরকার (পনব), প্রাক্তন ছাত্র আল-আমিন গাজী, কলেজের বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান হাজরা, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জাকির প্রধান, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাহ্জালাল পাটোয়ারী, একাদশ শ্রেণির ছাত্রী সীমা আক্তার, দ্বাদশ শ্রেণির ছাত্র সানি আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক।
২১ জুলাই, ২০১৯।