মুন্সীরহাট উবি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
বর্ণ্যাঢ্য আয়োজনে ও মুখরিত উৎসবে মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন লিটন। উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ কামরুল হাছান।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মো. কামাল হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা পড়ালেখার অবিচ্ছেদ্য অংশ। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। শুধু পড়াশোনায় নয়, শিক্ষার্থীরা খেলাধুলায়ও এগিয়ে আসতে হবে। তিনি ঐ স্কুলে জেএসসি ও এসএসসি কেন্দ্র স্থাপনসহ স্কুলের কাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার এবং এলাকায় মাদক আশ্রয়-প্রশ্রয়দানকারী ও ইভটিজিংকারীদের সনাক্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, স্কুল দাতাগোষ্ঠী ও সমাজসেবক মোশারেফ হোসেন (চুন্নু) প্রধানীয়া, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাদল নন্দী ও গোলাম মোস্তফা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা ও ম্যানেজিং কমিটির সদস্য মো. মাসুদ রানা ও মাহবুব হোসেন মুন্না, ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাকির প্রধান।
উপস্থিত ছিলেন হুমায়ুন কবির প্রধানীয়া, মনির হোসনে হাজরা, শুক্কুর মাস্টার, আনোয়ার হোসেন ভুট্টু হাজরা, মফিজ মিয়াজী প্রমুখ।