মেহেদী হাসান সরকার
মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম বাইশপুর এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ক্যানেল ভেঙে পানি প্রবেশের কারণে ফসলসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় ঐ সেচ প্রকল্পের ইউ-১ সেচ ক্যানেল ভেঙে শত একর জমির পাকা ধান নষ্ট ও বাসা-বাড়ির আঙ্গিনা ডুবে গেছে। এতে প্রায় ২ শতাধিক কৃষকের প্রায় কোটি টাকার ফসলাদি ক্ষয়-ক্ষতি হবে বলে আশংকা করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, কয়েক দিন যাবৎ এখান দিয়ে পানি লিকেজ করে এবং ক্যানেলে পানি ছিল পরিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং পানি ব্যবস্থাপনা দলের কোন তদারকি লক্ষ্য করা যায়নি। যার ফলে কোন ব্যবস্থা না নেয়ায় ওইদিন বিকেলে ক্যানেলটি ভেঙে পড়ে। এতে পাকা ধানসহ আমাদের ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ ক্যানেল দেখাশোনা করার জন্য চেকম্যান রয়েছে তাদের দেখা যায়নি। এখন সব মাঠে প্রায় ক্ষেতেই পাকা ধান। আর প্রায় ১০-১৫ দিন উঁচু ক্ষেতে পানি প্রয়োজন হবে। এ মুহূর্তে সেচ ক্যানেল ভেঙে গেছে। এখানে যদি জরুরি ব্যবস্থা বা মেরামত করা না হয়, তা হলে ইউ-১ ক্যানেল এলাকার কৃষকদের অনেক ক্ষতি সাধন হবে।
এসময় উপস্থিত রহমত আলী, নজরুল দেওয়ান, শাহআলম প্রধানসহ বেশ কয়েকজন জানান, জরুরিভিত্তিতে ক্যানেলটি মেরামত না করলে ধানক্ষেতসহ ফসলাদি এবং ঘর-বাড়ির ব্যাপক ক্ষতিসাধিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, ভেঙে যাওয়া ক্যানেলটি দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ক্যানেল ভেঙে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি