মেহের উত্তরে গণসংযোগ ও উঠান বৈঠক

ভোট প্রয়োগে সঠিক সিদ্ধান্ত নিলে উন্নয়নের অভাব হবে না :  মেজর রফিক

নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী :
শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত মেহের উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানের গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোট আমানত স্বরূপ। অযোগ্য ব্যক্তিকে ভোট দিলে ভবিষ্যতে আপনাদের ক্ষতি হতে পারে, শুধু অনুসূচনা করে যাবেন, লাভ হবে না। ভোট প্রয়োগে সঠিক সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আপনাদের উন্নয়নের অভাব হবে না। আমরা চাই বর্তমানে যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে তা সঠিকভাবে বাস্তবায়ন করতে। তবে কিছুদিন পর আমরা উন্নয়ন করতে জায়গা খুঁজে পাবো না। আগামি সংসদ নির্বাচনে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আগেও আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করে এসেছেন, আমি আসা রাখব সে ধারা অব্যাহত রাখবেন।
মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি জাবেদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমা সেবক আলহাজ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল, যুগ্ম সম্পাদক খোকন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহছান মুঞ্জুরুল ইসলাম জুয়েল, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, টামটা (উ.) ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌর কাউন্সিলর মো. শাহবুদ্দিন আলম, মেহের (উ.) ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম, রায়শ্রী (উ.) ইউনিয়ন আ’লীগ সভাপতি মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, উপজেলা কৃষক লীগ সভাপতি জসিম উদ্দিন জনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকের অংশ হিসেবে মেহের (উ.) ইউনিয়নের মনির চেয়ারম্যান বাড়ি, নায়নগর গ্রাম, কাঁকৈরতলা ওমর গাজী হাজি বাড়ি, কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা, খনেশ্বর পন্ডিত বাড়ি ও কদমতলী হাজি জাবেদ হোসেনের বাড়িতে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।