নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের উদ্যোগে (কোভিড-১৯) করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় সচেতনতা বিষয়ক অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় মেহের ডিগ্রি কলেজের সামনে সড়কের উপর সচেতনতামূলক এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
এ সময় সড়কে চলাচলকারী পরিবহনগুলোতে চালক ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, যেসব যাত্রী ও চালক মাস্ক ব্যবহার করছেন না, তাদের মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে নির্দেশনা দেন অধ্যক্ষ ও কলেজে দায়িত্বরত শিক্ষকবৃন্দ।
এ সময় কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আইনুন নাহার, রাহুল তারুন, মাহমুদ আহমেদ, জিয়া উদ্দিন চৌধুরী, আ. ওয়াহিদ চৌধুরী, নাছিমা আক্তার চৌধুরী প্রমুখ।
২০ নভেম্বর, ২০২০।