মৈশাদীতে করোনাভাইরাস নিয়ে সচেতনামূলক মাইকিং


স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সচেতনতা নিয়ে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী পরিষদ জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মাইকিং করেছেন। গতকাল সোমবার বিকালে মৈশাদীর হাট-বাজারসহ প্রতিটি অলি-গলিতে মাইকিং করা হয়। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার বিষয়গুলো জনসমুক্ষে প্রচার করা হয়।
প্রচারে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মৈশাদীর সব প্রকার চায়ের দোকান ও হোটেলে টিভি চলা বন্ধ ও গণজামায়েত নিষিদ্ধ, বিদেশফেরত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে অবস্থান করাসহ এ সংক্রান্ত সব তথ্য স্থানীয় জনপ্রতিনিধিকে অবশ্যই জানাতে হবে। করোনাভাইরাসের আক্রান্তের লক্ষন দেখা দিলে সাথে সাথে ইউনিয়ন পরিষদকে জানাতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী মজুদ করা থেকে বিরত থাকতে হবে, অতিরিক্ত মূল্যে দ্রব্য সামগ্রী বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, জ্বর, সর্দি, শুকনো কাশি, মাথা ব্যাথ্যা, শরীর ব্যাথা অনুভব করলে গণসমাবেশ এড়িয়ে বাড়িতে থাকতে হবে, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে, মাছ, মাংস ভাল ভাবে রান্না করে খেতে হবে, করোনাভাইরাস সংক্রান্ত এই নির্দেশ মানা অমান্যকারীকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
এ বিষয়ে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, বর্তমান সময়ে বিশ্বের এক আতংকের নাম করোনাভাইরাস। এ ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে সবাইকে বেশি বেশি করে সচেতন হতে হবে। সবার সচেতনতাই পারবে বাংলাদেশকে করোনাভাইরাস থেকে মুক্ত করতে। করোনাভাইরাস থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে। সরকারকে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হলে সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। সবাই সচেতন হলে দ্রুত বাংলাদেশ করোনার আতংক থেকে বাঁচবে।