মৈশাদী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতির মুকুলের বাবার ইন্তেকাল

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মুকুলের বাবা, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো. আব্দুল মান্নান খান ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা আজ বুধবার সকাল ৮টায় হামানকর্দ্দী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযায় ধর্মপ্রাণ মুসল্লিদের সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
মফিজুর রহমান মুকুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি খান আব্দুল সাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনসহ মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সর্বস্তরের মানুষ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

৩ জুলাই, ২০১৯।