স্টাফ রিপোর্টার :
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বর সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে চাঁদপুর রেলওয়ের বড়স্টেশন থেকে লাকসাম পর্যন্ত ১২টি রেল স্টেশনের মধ্যে ৬ স্টেশনকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
চাঁদপুর থেকে লাকসাম রেলপথের মোট ১২টি স্টেশনের মধ্যে চাঁদপুর বড়স্টেশন, চাঁদপুর কোর্টস্টেশন, মধুরোড স্টেশন, হাজীগঞ্জ স্টেশন, মেহার রেল স্টেশন ও চিতৈষী রেল স্টেশন সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে চলতি বছরের জুলাই মাস থেকে চাঁদপুর-লাকসাম রেলপথের স্টেশনগুলোতে বাংলাদেশ রলওয়ের সিগনাল এন্ড টেলিকম দপ্তর স্টেশনের প্রকার এবং গুরুত্ব ভেদে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
চাঁদপুর বড়স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার জানান, রেলওয়ের যাত্রী সাধারণ, রেলওয়ের নিজস্ব জনবল তথা জনগণের সার্বিক নিরাপত্তা বিধানে বাংলাদেশ রেলওয়ের এই উদ্যোগের সুফল জনগণ পেতে শুরু করেছে। কিছুদিন আগে মেহার রেল স্টেশনে একটি মারামারীর ঘটনা ঘটে। রেলওয়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের বের করতে পেরেছে পুলিশ। এছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস, বিভিন্ন অপরাধীদের সনাক্ত করা অতি সহজ হয়ে গেছে এখন।
তিনি আরো বলেন, চাঁদপুর বড় স্টেশনসহ ইতোমধ্যে চাঁদপুর কোর্টস্টেশন, মধুরোড, হাজীগঞ্জ, মেহের, ও চিতশী রেল স্টেশনেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যেসব স্টেশনে এখনো সিসি ক্যামেরা বসানো হয়নি পর্যায়ক্রমে সেগুলোতেও সিসি ক্যামেরা বসানো হবে।
চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনের স্টেশন হেড বুকিং আব্দুল সালাম সরকার জানান, যাত্রী সাধারণ এবং রেলওয়ের নিরাপত্তার জন্য বাংলাদেশ রেলওয়ের সিগনাল এন্ড টেলিকম দপ্তর কর্তৃপক্ষ প্রত্যেকটি রেলস্টেশনে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে চাঁদপুর-লাকসাম লাইনের প্রতিটি রেল স্টেশনকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
এদিকে রেলওয়েসহ যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হলেও সার্বক্ষণিক মনিটরিং করার জন্য রেল কর্তৃপক্ষ এখনো কোন লোকবল নিয়োগ দেয়নি। বর্তমানে এসব সিসি ক্যামেরার মনিটর রেল স্টেশন মাস্টারের কক্ষেই স্থাপন করা হয়েছে। স্ব-স্ব স্টেশন মাস্টাররা তাদের দৈনন্দিন কাজের মাঝেই ক্যামেরার বিষয়টি মনিটরিং করছেন বলে তারা জানিয়েছেন।
এদিকে রেল স্টেশনগুলোতে চুরি-ছিনতাইয়ের ঘটনা এবং যাত্রীদের জীবনের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা প্রযুক্তির যুগে অনেক বেশি প্রয়োজন বলে মনে করছেন যাত্রীরা। যাত্রী নিরাপত্তায় এগুলো বেশ উপকারে আসবে বলে জানান ক’জন যাত্রী।
- Home
- প্রথম পাতা
- যাত্রী নিরাপত্তায় চাঁদপুর-লাকসাম রেল স্টেশনগুলো সিসি ক্যামেরার আওতায়