যুব অধিদপ্তর বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করে : ডা. দীপু মনি এমপি

সজীব খান :
‘জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জাতীয় যুব-দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, যুব ঋণ ও যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় আশিকাটির যুব উন্নয়ন অধিদপ্তর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুবকরাই পারে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে, সব যুবক’ই নিজেকে নিয়ে স্বপ্ন দেখে, যুবকদের প্রতি তাকিয়ে থাকে দেশ, যুবকরাই দেশের অহংকার। বর্তমান সরকার যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে। এ সরকারের আমলে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি আরো বলেন, যুবকদের নিয়েই শেখ হাসিনা একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ররহমান একটি সুখী সমৃদ্ধি দেশ, উন্নœয়নমূলক দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সে স্বপ্নকে বাস্তাবায়ন করছেন বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সবাইকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। বেকার যুবকদের বেকারত্ব দূর করার জন্য যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে পারলে দ্রুত আমাদের দেশ থেকে বেকারত্ব দূর হবে। এজন্য বেকার যুবকদের যুব প্রশিক্ষণ নেয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
যুব উন্নয়ন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আহসানুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী ও চাঁদপুর জেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ. রশিদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামছুজ্জামান, প্রশিক্ষণার্থী তানজিলা আহমেদ, উদ্যোক্তা নাজমুল হক, মজিবুর রহমান ও সাংবাদিক হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহিম খলিল, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর সরকার, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসানাজ্জামান ও গীতা পাঠ করেন বিশ্বজিত সরকার।