যুব সম্প্রদায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বদ্ধপরিকর : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

 

কচুয়া উপজেলা যুবলীগের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। -ইলশেপাড়

আমির হোসেন  :
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, যুব শক্তি অদম্য ও ডিজিটাল বাংলাদেশ গড়ার চালিকা শক্তি। আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে যে যুব সম্প্রদায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের মোড়কে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বদ্ধপরিকর। গতকাল শনিবার দুপুরে কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত যুব সমাবেশে উপরোক্ত কথা বলেন।
ড. মহীউদ্দীন খান আলমগীর আরো বলেন, কচুয়াকে সব ক্ষেত্রে এমনভাবে উন্নীত করেছি এখন এটি উন্নত উপজেলা। আপনাদের সবার সমর্থন ও সহযোগিতা নিয়ে এই উন্নত অবস্থাকে আরো উন্নততর করে একটি মডেল উপজেলায় প্রতিষ্ঠা করতে চাই। শ্রীঘই কচুয়া-গৌরীপুর সড়কের বাঁকগুলো সোজা করে এটিকে দুই লাইনে উন্নীত করা পদক্ষেপ নিয়েছি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করব। যারা নিজের স্বার্থ চরিতার্থে নিজকে উপস্থাপন করবে জনগণকে বিভ্রান্ত করবে তাদের ঘৃণা করি। কোন ব্যক্তি যাতে স্বার্থ উদ্ধার করতে না পারে সেজন্য তাদের কর্মকা-কে প্রতিরোধ করতে আসুন আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই।
কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের পরিচাালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ আহ্বায়ক মিজানুর রহমান (কালু) ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহীদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক শাহপরান, সাংগঠনিক সম্পাদক অনুপ কান্তি টিটু ও সেলিম কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, ইউনিয়ন যুবলীগ নেতা শরিফ মানসুরি, জাহাঙ্গীর আলম, ওসমান গনি পলাশ, সাইফুল ইসলাম মুন্সি, জসিম উদ্দিন, তারেক সামস মিঠু প্রমুখ।
যুব সমাবেশে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের হাজার-হাজার নেতাকর্মী উপস্থিত ছিল। সমাবেশ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।