এস এম সোহেল :
যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির উদ্যোগে নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরে মিশন রোডস্থ সূর্যের হাসি ক্লিনিকে সভায় সভাপতিত্ব করেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন।
কমিটির যুগ্ম-আহ্বায়ক শাহেদ রিয়াজের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন কমিটির যুগ্ম-আহ্বায়ক ফরিদা ইলিয়াস, নির্বাহী সদস্য পাপড়ী বর্মন, রৌশন আরা, লীলা মজুমদার, মাও. আবদুর রউফ খান, বেবী সাহা, সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ফারজানা বেগমসহ অন্যান্যরা।
সভায় বক্তরা বলেন, যৌন হয়রানি নির্মূলকরণ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। তার পাশাপাশি নারীদেরও শালীনতা বজায় রেখে চলাচল করার আহ্বান জানান। এছাড়াও নেটওয়ার্ক কমিটি আরো বেগবানসহ যৌন হয়রানি নির্মূল করার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।