হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে মশক নিধন, ডেঙ্গু, গুজব, ইভটিজিং, যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ রাখি মশার বিস্তার এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই অতিথিবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় আঙ্গিনা ও শ্রেণিকক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন প্রধান অতিথি জিয়াউল ইসলাম চৌধুরী। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গুজব, সামাজিক অপরাধ ও রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
আতঙ্কিত ও ভয় পাওয়ার কিছু নেই উল্লেখ করে জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, কারো কথায় কান না দিয়ে, আমরা তথ্য যাচাই-বাছাই করবো। নিজেরা সচেতন থাকবো এবং পরিবার-পরিজনকে সচেতন করবো। সেই সাথে ঘর, বাড়ি এবং বিদ্যালয় পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো। যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলবো। কোথাও আইন-শৃঙ্খলার অবনতি, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌন হয়রানিমূলক কার্যক্রম সংগঠিত হলে প্রশাসনকে জানাবো এবং ৯৯৯ ও ৩৩৩ নম্বরে ফোন দিয়ে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবো।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, অভিভাবক সদস্য ফজলুল হক মজুমদার।
সহকারী প্রধান শিক্ষক মো. শাহজামালের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন আবু তাহের।
সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাও. মিজানুর রহমান ও গীতা পাঠ করেন শিক্ষার্থী প্রিয়ন্তী দাস। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. মঞ্জুর হোসেন মুন্সীসহ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
০৬ আগস্ট, ২০১৯।