রামপুরে দুর্যোগ সহনীয় নির্মাণ কাজ পরিদর্শন

                                            

                                                   রামপুরে দুর্যোগ সহনীয় নির্মাণ কাজ পরিদর্শন
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ইউনিয়নের টিআর প্রকল্পের বরাদ্দের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন সবার জন্য বাসস্থান, জমি আছে ঘর নাই দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার তিনি প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকী করেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকারের আলমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। এ সরকার গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের জমি আছে ঘর নেই তাদের বাসস্থানের জন্য সম্পূর্ণ সরকারি খরচে ঘর নির্মাণ করে দিচ্ছেন।

২৮ আগষ্ট ২০১৯