স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে। এ ঘটনায় বিদ্যালয়ের থাকা নগদ টাকা নিয়ে যায় চোরের দল। এছাড়া বিদ্যালয়ে থাকা বিভিন্ন ধরনের মালামাল এলোমেলো করে নষ্ট করে ফেলে তারা।
চুরির ঘটনাটি চাঁদপুর মডেল থানাকে জানালে পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম কামাল জানান, প্রতিদিনের মতো স্কুল বন্ধ করে সবাই চলে যাই। পরদিন বিদ্যালয়ে গিয়ে চুরির আলামত দেখতে পান তারা। বিদ্যালয়ের পিছনের জানালা ভেঙে চোরের দল প্রবেশ করে চুরি করে। বিদ্যালয়ে বিভিন্ন ফান্ডের সাড়ে ৩ হাজার টাকা নিয়ে যায় চোরের দল।
৩১ জুলাই, ২০১৯।